যেকোনো আনন্দের অনুষ্ঠান বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু সোনার গয়না ছাড়া অসম্পূর্ণ। ধনী এবং গরিব সকলেই কিন্তু বিয়েতে সোনার গয়না ব্যবহার করে। বিশেষ করে হিন্দু ধর্মে সোনার গয়না বিয়েতে বাধ্যতামূলক। হিন্দু রমণেরা কিন্তু সোনার গয়না বেশি ব্যবহার করে। সোনার এই বাড়তি দামে অনেক ক্রেতারা কিন্তু সোনার গয়না বেচাকেনাতে প্রতারণার শিকার হচ্ছে। তাই আপনিও যদি সোনার গয়না বিক্রি করা অথবা সোনার গয়না কেনার কথা ভেবে থাকেন তাহলে সচেতন হতে হবে। স্বর্ণ সম্পর্কে সাধারণ তথ্যগুলো নিশ্চয়ই জেনে নেবেন তারপর স্বর্ণের বাজারে যাবেন।
বর্তমান বাজারে স্বর্ণের দাম কিন্তু দিন দিন অনেক বেড়ে চলেছে। আজকে আমরা বর্তমানে সোনার দাম বাজারে কত চলছে সেটা সম্পর্কে জানব। যদিও এই সোনার দাম প্রতিনিয়ত বাড়ে আবার কখনো কখনো সামান্য পরিমাণে কমে যায়। কিন্তু আজকের আপডেট অনুযায়ী আমরা বিভিন্ন কারেন্টের সোনার দাম প্রথমে জেনে নেব। ১৮ থেকে ২৪ ক্যারেট স্বর্ণের দামের তালিকা টা এবার আপনারা দেখে নিন। আপনারা যারা নতুন গয়না বানাবেন তাদের এই স্বর্ণের দাম জানা খুবই প্রয়োজন।
১৮ ক্যারেট ৮১,০৯৫ টাকা ভরি।
২১ ক্যারেট ৯৪,৬২০ টাকা ভরি।
২২ ক্যারেট ৯৯,১১০ টাকা ভরি।
২৪ ক্যারেট ১০৭,৭২৯ টাকা ভরি।
বিয়ের সিজনগুলোতে সোনার দাম বেড়ে যায়। কারণ বিয়েতে অনেক সোনার গয়না বানানো হয়। সোনার ব্যবসায়ীতে অনেক দুর্নীতি হয়ে থাকে। আপনাকে ঠকাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ১৮ ক্যাডেট সোনার দামের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম কিন্তু অনেকটাই বেশি। কিন্তু কোন দোকানদার যদি আপনাকে ১৮ ক্যারেট সোনা দিয়ে চব্বিশ ক্যারেটের দাম নেই তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই সচেতন হতে হবে।
সোনার সঠিক পরিমাপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সোনার চেনার কিছু উপায় রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি সনাক্ত করতে পারবেন যে আপনি কোন ক্যারেট সোনা কিনছেন এবং আপনাকে কোন ক্যাডেট সোনা দেয়া হচ্ছে। আপনার কাছে যেহেতু মোবাইল ফোন রয়েছে তাই , নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে এই সকল তথ্য কিন্তু আপনি বের করে নিতে পারবেন। নিজ দায়িত্বে সচেতন হতে হবে কারণ আপনার সম্পদ আপনাকেই রক্ষা করতে হবে।
বিভিন্ন বিয়ে, অনুষ্ঠানে স্বর্ণের প্রয়োজন হয় । তাই স্বর্ণের দাম জানা আপনাদের জন্য খুবই জরুরী । আপনারা জানেন যে , বিশ্ব বাজারে স্বর্ণের দাম এর উপর অভ্যন্তরীণ বাজারগুলোতেও স্বর্ণের দাম পরিবর্তন হয়। তাই আজকে আমরা এর মাধ্যমে 22, 21 এবং 18 ক্যারেটের স্বর্ণের দাম কত সে সম্পর্কে জানব। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সর্বশেষ ২০২৪ সালে স্বর্ণের দাম কত সামনে জানাবো। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। এবং স্বর্ণের দাম কত সেটা জেনে নিবেন। আমরা হয়তো অনেকেই স্বর্ণের মাপ সম্পর্কে তেমন ভাল জানিনা বা বুঝিনা। কিন্তু আমরা সচরাচর শুনে থাকি এক ভরি, এক রতি ও এক আনা সহ অনন্য মাপের কথা।
ষোল আনাতে এক ভরি হয়। এক ভরি স্বর্ণের দাম যদি আপনি জানেন তাহলে সেই মূল্যের সঙ্গে 16 গুণ করলে কিন্তু এক ভরি স্বর্ণের দাম আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। চার ধরনের স্বর্ণ রয়েছে বাজারে। যেমন ১৮ ক্যারেট ,২১ ক্যারেট ,২২ক্যারেট ,২৪ ক্যারেট। 18 ক্যারেট স্বর্ণের দাম কম এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে ২৪ ক্যারেট স্বর্ণের দাম কিন্তু বেশি। ১৮ ক্যারেট স্বর্ণের দাম থেকে ২৪ ক্যারেট স্বর্ণের দাম কিন্তু অনেক অংশে বেশি। তাই যখনই সোনা কিনবেন প্রতারণা শিকার থেকে নিজেকে বাচার চেষ্টা করুন। স্বর্ণের গহনা মহিলাদের। স্বর্ণের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি তাই কিন্তু মহিলাদের এই সকল তথ্য সম্পর্কে জানা প্রয়োজন।
আজকে আমরা ক্যারেট অনুযায়ী আপনাদের ১ আনা স্বর্ণের দাম জানাবো। এখনো স্বর্ণের দাম জানলে তার সাথে 16 গুণ করে আপনি খুব সহজেই একবারে স্বর্ণের দাম বের করে নিতে পারবেন।
ক্যারেট অনুযায়ী এক আনা স্বর্ণের মূল্য
22 ক্যারেট 6298 টাকা
21 ক্যারেট 6014 টাকা
18 ক্যারেট 5154 টাকা
পুরাতন 4293 টাকা
এই হল বিভিন্ন ক্যারেটের এক আনা স্বর্ণের বর্তমান বাজারের দাম।