সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো

বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের সানস্ক্রিন ক্রিম পাওয়া যায় যে ক্রিম গুলো বিভিন্নটা বিভিন্ন দামের কিন্তু দিনশেষে আমাদের প্রত্যেকটা মেয়ের চাহিদা থাকে ভালো মানের সানস্ক্রিম কোনটা জানার জন্য। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা আপনাদের জানানো চেষ্টা করব সানস্ক্রিন ক্রিম কোনটা আপনার ব্যবহার করবেন বাজারে সবচাইতে ভালো মানের সানস্ক্রিন ক্রিম গুলোর নাম আপনাদের সামনে এই আর্টিকেলে প্রকাশ করতে চলেছি। তাই ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি আজকে পড়বেন।

সানস্ক্রিন ব্যবহার করার আগে, আমরা আপনাদের বেশ কিছু কথা জানাবো যে কথাগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার খুব বেশি সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন হবে না। বাংলাদেশে আবহাওয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আমাদের বাংলাদেশের যত মেয়ে রয়েছে তাদের এক একজনের ত্বক একেক রকম হয়ে থাকে তেমনি ত্বকের সমস্যাও ভিন্ন ভিন্ন দেখা যায়।

আপনার ত্বকে একটি সানস্ক্রিম ক্রিম ভালোভাবে ম্যাচ করছে কিন্তু অন্য একজনের মুখে সেটা নাও করতে পারে তাই আপনাকে অবশ্যই, আপনার ত্বক পরীক্ষা করে তারপর যেকোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আপনি যখন বাহিরে বের হবেন তখন চেষ্টা করবেন আপনার সাথে পানি রাখার আপনি এক ঘন্টা পর পর আপনার মুখ পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনি যদি রোদে গেলে আপনার শরীর ত্বক কালো হতে পারে তাই যতটুকু সম্ভব রোদে কম যাবেন সেই সাথে রোদে বের হলে ছাতা নিয়ে বের হবেন।

সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের শরীর ঘামতে পারে তাই আপনার যদি কোন সান ব্যবহার করার কারণে শরীর ঘামতে থাকে তাহলে আপনি সেই স্কিন ব্যবহার করা থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবেন। তাহলে আপনার তো সহনশীল থাকবে সেই সাথে ঘামও কম হবে। তাই চেষ্টা করবেন অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করতে water করতে পারেন।

বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের বাজার মূল্য সেই সাথে সেগুলোর নাম আমরা এই মুহূর্তে প্রকাশ করব আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কোন সানস্ক্রিন ক্রিম গুলো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে।

নিউট্রিজিনা অলট্রা শির ড্রাই টাচ লোশন

এই সানস্ক্রিম টিমটি আপনি ৮৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন এটি খুব সহজে তোকে মিশে যায় এবং ত্বক হাইডোটেড করতে থাকে তাই আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন।

ল্যাকমে নাইন টু ফাইভ ম্যাটিফাইনিং সুপার সানস্ক্রিন এসপিএফ ৫০ পিএ+++

এই সানি স্ক্রিন টির দাম একটু কম এটি মাত্র ৬০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা ৫০ মিলের একটি বোতল যা সূর্যের ক্ষতিকর দিক থেকে আমাদের রক্ষা করে থাকে তাই আপনি যদি ত্বকের সুরক্ষা পেতে চান তাহলে এই সানস্ক্রিমটি ব্যবহার করতে পারেন মাত্র ৬০০ টাকা দিয়ে।

ভিএলসিসি সুইট ফ্রি সানব্লক লোশন

ভিএলসিসি সুইট সানব্লক লোশন এটি আপনি মাত্র ৫০০ টাকায় পেয়ে যাবেন কোন কোন দোকান আছে যেখানে আপনি এটা ৪০০ টাকা পেতে পারেন তাই একটু দেখে শুনে ভালো পণ্যটা কেনার চেষ্টা করবেন।

নিভিয়া সান ময়োশ্চারাইজিং ইমিডিইয়েট সান প্রোটেকশন এসপিএফ ৫০ পিএ

এই সানস্ক্রিন ক্রিমটি আপনি ৫০০ টাকায় কিনতে পারবেন এটি ব্যবহারে আপনার মুখে কোন ধরনের দাগ বা বলিরেখা পড়বে না ত্বক রক্ষা করতে আপনি এই সানস্ক্রিন ক্রিমটি ব্যবহার করতে পারেন।

লোটাস হারবাল সেইফ সান ৩ ইন ১ ম্যট-লুক ডেইলি সান ব্লক পিএ+++ এসপিএফ-৫০

লোটাস হারবালের এসপিএফ-৫০ বতর্মানে সবচেয়ে জনপ্রিয় একটি সানস্ক্রিন লোশন। এটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারি। তবে সব ধরণের ত্বকে এটি ব্যবহার করা যায়। এর এসপিএফ ৫০ বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ত্বকে কালো দাগ পড়া থেকে রক্ষা করে। দাম পড়বে ৫০ গ্রাম ২৮০ টাকা।

পরিশেষে বলতে চাই আপনারা আপনাদের মুখের বা আপনাদের শরীরের যেকোন জায়গায় ব্যবহার করার জন্য প্রোডাক্ট কিনেন না কেন সেটি ভালো মানের কেনার চেষ্টা করবেন একটু দাম বেশি হলেও ভালো পণ্য ব্যবহার করলে আপনার শরীরের জন্য সেটা ভালো আপনার কোন ক্ষতি হবে না।

 

Leave a Comment