আমরা জানি মরিচ গাছ সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে এবং মরিচ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত বিভিন্ন ধরনের তরকারি রান্না করার সময় মরিচ এক ধরনের মসলা হিসেবে কাজ করে। মরিচের মাধ্যমে যে কোন তরকারি স্বাদ বৃদ্ধি করা যায়। যদি মরিচ ছাড়া কোন তরকারি রান্না করা হয়, তাহলে তা খাবার উপযুক্ত থাকে না। তাই মরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। আমরা জানি যে এই মরিচ গাছের ফুল হয়, ফুল থেকে মরিচ হয়। কিন্তু অনেক সময় মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়।
মরিচ গাছ থেকে বিভিন্ন সময় কেন ফুল ঝরে যায় এই বিষয়টা অনেকের কাছে অজানা রয়েছে। এজন্য অনেকে দেখা যায় যে মরিচ গাছ থেকে ফুল ঝরে যাওয়ার কারণ কি, মরিচ গাছ থেকে ফুল ঝরে গেলে করণীয় কি, কি ভাবে মরিচ গাছের ফুল ঝরা রোধ করা যায়, কি কারনে এরকম সমস্যা হতে পারে ইত্যাদি বিষয়গুলো জানার জন্য গুগলে সার্চ করে। মূলত আমাদের আজকের আর্টিকেলটিতে কেন মরিচ গাছের ফুল ঝরে যায় এবং কি করলে মরিচ গাছের ফুল ঝরা কমবে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আপনিও কি মরিচ গাছ সম্পর্কে জানতে চাচ্ছেন? মরিচ গাছে ফুল কেন ঝরে যায় তা জানতে চাচ্ছেন? কিভাবে মরিচ গাছ থেকে ভালো মরিচ পাওয়া যাবে বা ফলন বেশি হবে সেই বিষয়ে ধারণা অর্জন করতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনি পড়তে পারেন। এখান থেকে এই বিষয়ে আপনি অনেক তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। কেননা আমাদের আজকের আর্টিকেলটিতে মরিচ গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। এখান থেকে আপনি কেন মরিচ গাছের ফুল ঝরে যায়, কি করলে মরিচের ফলন ভালো হবে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে নানা ধরনের তথ্য লাভ করতে পারবেন।
একটি মরিচ গাছ লাগানোর পর মরিচ গাছটির ফুল ধরার উপযুক্ত হওয়ার জন্য বেশ কিছু সময় প্রয়োজন। আর মরিচ গাছ থেকে বেশি ফলন পাওয়ার জন্য মরিচ গাছের যত্ন নিতে হবে। যেমন যদি মরিচ গাছে পোকার আক্রমন দেখা যায়, তাহলে পোকার আক্রমন রোধ করার ব্যবস্থা করতে হবে। মরিচ গাছে বিভিন্ন পুষ্টির ঘাটতি দেখা দিলে পুষ্টি উপাদানের ব্যবস্থা করতে হবে। আর যদি মরিচ গাছটা ঠিকমতো না বাড়ে তাহলে মরিচ গাছ বাড়ানোর জন্য প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে। তারপর মরিচ গাছ যখন ফুল ধরার উপযুক্ত হবে, তখন মরিচ গাছে ফুল ধরবে। ফুলগুলো আস্তে আস্তে ফলে পরিণত হবে বা মরিচে পরিণত হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মরিচ গাছে বিভিন্ন ফুল ধরার পর নানা ধরনের কারণে মরিচ গাছ থেকে ফুলগুলো ঝরে যায়। এর ফলে ভুলগুলো থেকে আর মরিচ হয় না এবং ফলন অনেক কম হয়।
মরিচ গাছ থেকে ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হতে পারে পুষ্টির অভাব। মরিচ গাছ যদি উপযুক্ত পুষ্টি না পায়, তাহলে মরিচ গাছ থেকে ফুল ঝরে যেতে পারে। তাই মরিচ গাছ ভালোভাবে নজরে রাখতে হবে এবং যেকোন পুষ্টির অভাব দেখা দিলে সাথে সাথে সেই পুষ্টি উপাদানের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের সার দিতে হবে। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রোদের কারণে খরা সৃষ্টি হতে পারে এবং সেই সময় বিভিন্ন মরিচ গাছ থেকে ফুল ঝরে পড়তে পারে।
তাই যদি অতিরিক্ত খরা দেখা যায়, তাহলে মরিচ গাছে সেচের ব্যবস্থা করতে হবে। ঠিকমতো পানির ব্যবস্থা করলে বা মাটি নরম রাখলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যায়। তাই যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তাহলে গাছের নিচে পানি জমে থাকলে সেই গাছ নষ্ট হয়ে যাবে। তাই পানি জমে থাকলে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।