একবার ভাবুন তো? আপনি কোথাও যাবার জন্য সেজেগুজে বের হয়েছেন ঠিক সে সময় বৃষ্টি এসে আপনার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো, কেমন লাগবে সে সময়? এমন অবস্থায় আপনি হয়তো একটি ছাতা নিয়ে বের হয়ে যেতে পারেন কিন্তু ফিরে আসার সময় আপনাকে নিশ্চয়ই ভেজা গায়ে ফিরতে হবে। অবশ্য এমনটা হতো না যদি আপনি আগে থেকে জানতে পারতেন আজ বৃষ্টি হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারতেন।
আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন আজ বৃষ্টি হবে কিনা সে বিষয়টি কিভাবে জানা যাবে অথবা এমন কোন উপায় আছে কিনা যার মাধ্যমে জেনে নেওয়া যাবে আজ বৃষ্টির কোন সম্ভাবনা আছে কিনা। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আগে থেকে কিভাবে জানবেন বৃষ্টি হবার সম্ভাবনা ঠিক কতটুকু। এ বিষয়টি জেনে নেওয়া অনেক জরুরী কারণ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাকে সিদ্ধান্ত নিতে অনেকটা সাহায্য করবে।
তথ্য ও প্রযুক্তির এই যুগে আমরা যেকোনো তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যেই। তাই আজ বৃষ্টির সম্ভাবনা কতটুকু এই তথ্যটিও আমরা ঘরে বসেই সংগ্রহ করতে পারব খুব অল্প সময়ের মধ্যে। আপনার অনেকেই হয়তো অবাক হতে পারেন আবার অনেকের কাছে এই বিষয়টি খুবই স্বাভাবিক কারণ আপনারা ইতিমধ্যেই অনেকবার এভাবে তথ্য
সংগ্রহ করেছেন। হ্যাঁ, আপনার হাতে যদি একটি ডিভাইস থাকে তবে তার মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন কোন নির্দিষ্ট দিনে অথবা তার আগের দিন কিংবা তার পরের দিন বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটুকু। এখানে ডিভাইস বলতে আমরা মোবাইল ফোন অথবা কম্পিউটারের কথা বুঝিয়েছি। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তবে তার মাধ্যমে খুব সহজেই বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা জেনে নেওয়া যাবে।
বাংলাদেশে একটি নির্দিষ্ট সময়ে খুব বেশি বৃষ্টিপাত হয়। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন আমি কোন সময়টি কথা বলছি। বর্ষাকালে বাংলাদেশে খুব বেশি বৃষ্টিপাত হয় এবং এ সময় নদী-নালা খাল বিল সবকিছু পানিতে ভর্তি হয়ে যায়। বর্ষাকালের প্রতিটি দিন আমাদের অনেক কনফিউজড থাকতে হয় বৃষ্টি হবে কিনা এই নিয়ে। কারণ বর্ষাকালে যে কোন সময় হঠাৎ বৃষ্টি নামতে পারে।
তাই বর্ষাকালে সবাই ছাতা নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন আমরা বড় কোন অনুষ্ঠান আয়োজন করতে চাই তখন ওই দিন বৃষ্টি হবে কিনা সে বিষয়টি জেনে নিয়েই করতে হয়। বৃষ্টি হবার ন্যূনতম যদি কোন সম্ভাবনা থাকে তবে সেই দিনটি এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। অপরদিকে আমরা যদি বৃষ্টি হবার সম্ভাবনা আছে কিনা তা না জেনেই যে কোন অনুষ্ঠানের আয়োজন করে ফেলি তবে তা পন্ড হবার সম্ভাবনা থাকে।
এখন আমরা আলোচনা করব কিভাবে জেনে নেবেন আজ বৃষ্টি হবে কিনা। এ বিষয়টি খুবই সহজ। আপনার অনেকে হয়তো এ বিষয়ে বিস্তারিত জানেন আবার অনেকে এখনো কিছুই জানেন না। এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আবহাওয়ার পূর্বাভাস জানানোর কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জেনে নিতে পারবো বাংলাদেশের কোন স্থানে কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই কাজটি যদি আপনার কাছে কঠিন মনে হয়ে থাকে তবে নিজের হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জেনে নিন। পুরোপুরি মিলে না গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই পূর্বাভাস মিলে যাবে। এই তথ্যটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে আগামী এক সপ্তাহের পরিকল্পনা সুন্দরভাবে সাজানোর জন্য।
এই এক সপ্তাহের মধ্যে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তবে আপনি কোন দিন কি করবেন তা সুন্দরভাবে লিস্ট করে ফেলতে পারেন। আপনার বন্ধু-বান্ধবের সাথে বিষয়টি নিশ্চয় শেয়ার করবেন। যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তবে সরাসরি আমাদের কমেন্ট বক্সে এসে লিখে ফেলবেন।