শীতের শুভ সকাল মেসেজ

আজকে আমরা আপনাদের জন্য কিছু মিষ্টি কথা নিয়ে হাজির হয়েছি। অনেকে আবার বলতে পারেন কথা আবার কিভাবে বৃষ্টি হয় বাজার থেকে কে না চিনিও তো মাঝেমধ্যে বৃষ্টি হতে চায় না। কিন্তু আমার কথাটা ঠিক এই জিনিসটা বোঝাচ্ছে না আমার কথাটা বোঝাচ্ছে আমি এমন কিছু কথা নিয়ে হাজির হয়েছি যে কথাগুলো সত্যি শুনতে ভালো লাগবে এবং যে কথাগুলো সকলের পছন্দ হবে। শীতের দিনের আবহাওয়া সকলের কাছে কেমন লাগে সেটা আমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারি আমার মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শীতের দিনের আবহাওয়া অনেক সুন্দর এবং অনেক শান্তিপ্রিয় ও মিষ্টি হয়ে থাকে।

সকালের সুন্দর আবহাওয়াকে আরও সুন্দর করতে কিছু সুন্দর সুন্দর ছন্দ কিছু সুন্দর সুন্দর আবেগময় স্ট্যাটাস অত্যন্ত সাহায্য করতে পারে আপনাকে। মনে করুন কারো ব্রেকআপ হয়েছে সেই সময় শীতের দিনে সকালে তার প্রিয়জনের কথা মনে পড়ল সে সময় সে একটি সুন্দর আবেগময় স্ট্যাটাস লিখে তারপর ফেসবুকে আপলোড করতে পারে। অবশ্যই তার প্রিয়তমার চোখে যদি এই স্ট্যাটাস পরে তাহলে শীতের যে সকালের আবহাওয়া থাকে সেই সকালের আবহাওয়ায় তার মন নরম হবে এবং অবশ্যই সে ফিরে আসবে।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

শীতের শুভ সকাল এর রোমান্টিক মেসেজ নিয়ে আজকে কথা বলব। রোমান্টিকতা সকলের মধ্যেই আছে শুধুমাত্র সময় এবং পরিবেশ পরিস্থিতির ব্যাপার। রোমান্টিক বিভিন্ন ধরনের মেসেজ আপনারা চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং নিজের প্রিয়জনের জন্য এই মেসেজগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারেন। আমরা সব সময় আপনাদের জন্য এমন কিছু নিয়ে আসার চেষ্টা করি যেগুলো আপনাদের পছন্দ হবে এবং যেগুলো আপনারা ব্যবহার করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।

কেয়া হয়ে যদি থাকো আমার বাগানে
যত্ন করে রাখবো তোমায় আমার মনে
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল
রোজ সকালে বলবো তোমায় শুভ সকাল।

এটা ছিল খুব সুন্দর একটি ছন্দ এবং এই ছন্দ মিলিয়ে আপনি চাইলেই আপনার প্রিয়জনের জন্য আরও বড় কিছু লিখতে পারেন আরো সুন্দর কিছু লিখতে পারেন। সাধারণত যখন আপনি নিজের আবেগকে উজাড় করে কোন কিছু লিখতে বসবেন তখন দেখবেন আপনি লেখা শিখে গেছেন এবং সেখান থেকে আপনার মনে চলে উজাড় করে কোন কিছু লিখতে বসবেন তখন দেখবেন আপনি লেখা শিখে গেছেন এবং এখান থেকে খুব সুন্দর সুন্দর কথা আপনার লেখায় চলে এসেছে।

শীতের মাঝে সকাল সাজে কুয়াশার শব্দ কানেতে বাজে,
তোমার স্মৃতি বুকের মাঝে মনের ভিতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেমহীন ভবিষ্যৎ হবে রঙিন,
আবার এলো সেই শীতের দিন সবাইকে জানাই গুড মর্নিং।

এরকম সুন্দর সুন্দর ছন্দগুলো পেতে সবসময় আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব আপনাদের জন্য একেবারে ইউনিক এবং একেবারে নতুন নতুন ছন্দ নিয়ে হাজির হতে।

শুভ সকাল ছবি

অনেক সময় মেসেজ লেখার সময় অনেকের কাছে থাকে না আবার অনেকের কাছে সময় থাকার পরও তারা মেসেজ লিখতে চায় না। তারা মনে করে এমন কিছু করবে যেটা কোন কিছু না বলেই অনেক কিছু বলে দেবে। তার মধ্যে একটি বড় উদাহরণ হচ্ছে ছবি অর্থাৎ ছবির মধ্যে যদি কোন মেসেজ লেখা থাকে তাহলে সেই ছবিটা হতে পারে আপনার মনের কথা বলার একটি বড় মাধ্যম।

তুমি বসন্ত বিকেল আমি শীতের সকাল,
এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।

এই সুন্দর শীতের সকালে একগুচ্ছ ফুল নিয়ে হাতে,
আমি আছি দাঁড়িয়ে তোমার মন রাঙাতে ।

শীতের সকালে মিষ্টি রোদের আলোতে,
তোমার সাথে হয়েছিলো দেখা কোন এক মেলাতে ।

একটি শীতের সকাল তখই পরিপূর্ণ মনে হয়,
এক কাপ রঙিন চা যখন হাতে রয়।

কত শীতের সকাল আমি করেছি পার,
সেই তুমি তো ফিরে আসলে না আর ।

একটি নতুন শীতের সকাল মানে, আরেকটি সুযোগ
আপনার কাছে, নতুন করে সব কিছু শুরু করার ।

তুমি আমার শীতের সকালের ফোঁটা ফুল
আমাকে করে অবহেলা তুমি করোনা ভুল ।

আমি তোমার জীবনের একটি শীতের সকাল হতে চাই
চাদর হয়ে জড়িয়ে রাখবো তোমায় ।

এসো আজ এই শীতের সকাল রৌদ্রস্নান করি
এসো গাই আজ নতুন জীবনের গান ।

আরেকটি শীতের সকাল এলো আমাদের জীবনে,
মনের যত কথা হবে আজ নয়নে নয়নে ।

ভোরের কুয়াশা কেটে এলো শীতের সকাল,
তোমারই অপেক্ষায় ছিলাম আমি বহুকাল ।

শীতের সকালে রৌদ্রস্নান আমি করেছি বহুবার,
পাইনি আমি জীবনে কোন কুল কোন বার ।

একটি শীত কাল একটি শীতের সকাল
আহা কি মিষ্টি লাগে প্রেম পেতে চায় মন ।

 

আমায় তুমি শুধু একটি শীতের সকাল উপহার দিও
আমি তোমায় এই মন দিয়ে দেবো ।

কত যায় কত আসে এই শীতের সকাল
তোমারই অপেক্ষায় রয়েছি আমি কত কাল ।

নাহয়, একটা শীতের সকালে তুমি কুয়াশা হয়েই আইসো
কতশত বছর হলো আমাদের সাক্ষাৎ নাই!

আপনি চাইলে আপনার প্রিয়জনের কাছে একটি সুন্দর ছবি পাঠাতে পারেন যেখানে শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে শীতের সকালের ভালোবাসার কথা জানিয়ে কিছু রোমান্টিক কথা লেখা আছে। এ কথাগুলো পাওয়ার পরে আপনার জীবনসঙ্গী অবশ্যই অনেক বেশি খুশি হবে এবং আপনাকেও অনেক বেশি ধন্যবাদ জানাবে এই সুন্দর সুন্দর কথাগুলোর জন্য।

 

 

Leave a Comment