মেয়েদের ইসলামিক স্ট্যাটাস

সাধারণত ফেসবুক যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে শিখি তাহলে এই ফেসবুকের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের ভালো সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে না। সঠিক উপায় আমরা যদি নিজে সৎ থেকে সবকিছু করতে যায় তাহলেই পৃথিবী মূলত সুন্দর হয়। আজকে আমরা আপনাদের যে বিষয়ে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে একটি সুন্দর ইসলামিক ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে। আপনারা যারা সুন্দর সুন্দর স্ট্যাটাস এর খোঁজে আছেন তারা অবশ্যই আমাদের আজকের পোস্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন।

মেয়েদের জন্য ইসলামিক স্ট্যাটাস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণতার কারণ হচ্ছে তারা যদি পর্দার সঙ্গে ফেসবুক ব্যবহার করতে শেখে তাহলে সেই ক্ষেত্রে ইসলামিক স্ট্যাটাস গুলো অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই একটি ইসলামিক স্ট্যাটাস একজন মানুষের স্বভাব চরিত্র বর্ণনা করতে সাহায্য করে। সে ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই আপনি একটি সুন্দর ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করতে পারেন আপনার প্রিয়জনের জন্য। মেয়ে হিসেবে অবশ্যই ইসলামিক স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হবে তার কারণ হচ্ছে স্ট্যাটাসগুলোতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা হয়ে থাকে।

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

ইসলাম ধর্ম সব সময় শান্তির প্রতীক এবং এই ধর্মে আমরা যারা আছি তাদের সৌভাগ্য যে মহান আল্লাহ তাআলার দেখানো পথে আমরা এখনো আছি। এই ক্ষেত্রে আমাদের সব বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ আমরা যখন যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে আল্লাহ তাআলা দেখানো পথ অনুযায়ী না করতে শিখি তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারি। নারীদের জন্য অত্যন্ত সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ফেসবুক চালানোর মাধ্যমে নারীরা যদি আল্লাহ তায়ালার প্রতি ভয় না প্রদর্শন করে সে ক্ষেত্রে তারা অন্য পথে চলে যেতে পারে। চলুন নারীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক স্ট্যাটাসে যেগুলো চাইলেই একজন নারী নিজের ফেসবুক প্রোফাইলে এড করতে পারে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি।

পর্দা হলো কোন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ
এটা ফ্যাশন এর জন্য না পরে স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য করা উচিত,
এটা মানুষকে দেখানোর জন্য না পরে বরং স্রষ্টা নৈকট্য পাবার জন্য করা উচিত।

আমি আমার শালীনতা পবিত্রতা বজায় রাখার জন্য বর্তমান স্রোতের বিপরীতে থেকে পর্দা করছি
একটু সাহস করে আপনিও এগিয়ে আসুন চেষ্টা করুন আপনিও পারবেন।

কেউ কেউ তাদের শরীরকে আবৃত করার জন্য পর্দা করে,
কেউবা মনকে আবৃত করার জন্য পর্দা করে।
মোবাইল ক্ষেত্রেই তাদের পছন্দকে সম্মান করো।

এরকমই সুন্দর সুন্দর পর্দা নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস সংগ্রহ করতে হলে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সবসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব।

ইসলামিক স্ট্যাটাস পিকচার

সাধারণত কিছু কিছু নারী আছে যারা উন্মুক্তভাবে নিজের ছবি ফেসবুক প্রোফাইলে আপলোড করেন আমার কাছে এটা খুব একটা ভালো ব্যাপার মনে হচ্ছে না। বর্তমানে বিভিন্ন নতুন নতুন অ্যাপস বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি যেভাবে একজন মানুষের চেহারাকে পরিবর্তন করতে পারে যেভাবে খুব উন্নতমানের ইডিটের মাধ্যমে মানুষের সবকিছু পরিবর্তন করে দিতে পারে সেখানে উন্মুক্তভাবে কোন নারীর ছবি অনলাইনে দেওয়া খুব ভয়ানক একটি ব্যাপার হতে পারে।

  1. ” স্ত্রীদিগের উপর যেমন কঠিন ব্যবস্থা” পুরুষের উপর সমীহ কিছু নেই”। কথায় কিছু হয় না” ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই”। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন পরিচয় করিলে সে আর মুখ দেখাতে পারে না”।– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  2. ”নারীর-হৃদয়-এমন-একটা-জায়গা,যেখানে-আমি-একজন-পুরুষ-সকলকে-হারিয়ে-ফেলেছি।”——-রেদোয়ান-মাসুদ।
  3. ”আমার-মনের-সবচেয়ে-মজার-জায়গা।-এই-মন-অনেক-কঠিন-সহজে-জানাতে,-অনেক-সহজে- বিষয়-নিয়ে-আসতে-পারে না।”– হুমায়ুন-আহমেদ।
  4. “নারীর-কাছ-থেকে-পুরুষের-মত-কাজ-করার-আশা-থাকে-তবে -অবশ্যই-তাকে-শিক্ষা-দিতে-হবে।”– পলিটো।
  5. “বিশ্বে-কিছু মহান স্থায়ী-কল্যাণ-যাকর-অর্ধেক-তার-নারী, অর্ধ-তার-নর। বিশ্বে-যা-কিছু-এল-পাপ-তাপ-বেদনা-আর-অশ্রুবারি-অর্ধেক-তার-নর, অর্ধেক-তার-নারী।”– কাজী-নজরুল-ইসলাম।
  6. “সব-বড়-মানবাইন-চানর-জন্য-কোন-অসাধারণ-নারীর-আবেগ-এবং-আবেগের-কথা-বলেছেন”–ও হেনরি”।
  7. “অনেক-কষ্ট,-যন্ত্রণাও-মেয়েরা-মায়ারটানে-একটা-ভালোবাসা,-একটা-সম্পর্ক,-একটা-পৃথিবী-টিকিয়ে-পেতে-চায়।-এই-জন্য-মেয়েরা-মায়াবতী-আর-মায়াবতীর-কোন-পুরুষবাচক-শব্দ-নেই।”–হুমায়ন-আহমেদ।
  8. ”মাতৃত্ব-শুধু-শক্তি-যোগায়-না,-এটা-মনে-শান্তিও-দেয়।-তুমি-নারী-বলে-এটা-কখনই-বলে-না।”–ম্যারিকম”।
  9. “আমাদের-সমাজে-মহিলারাই-মহিলার-মা।-তাই-তাদের-উন্নতির-দিকে-নজর-দেওয়া-সবচেয়ে-গুরুত্বপূর্ণ।”– মরিয়ম-মাকেবা”।
  10. “প্রতিটি-মেয়ে-তার-স্বামীর-কাছে-রাণী-হতে-পারে-না।-কিন্তু-প্রতিটা-মেয়েই-তার-বাবার-কাছে-রাজকন্যা-থাকে।”-হুমায়ূন-আহমেদ।
  11. “যে-নারীকে-ঘুমন্ত-সুন্দর-দেখায়-সেই-রূপবতী”।”-হুমায়ূন-আহমেদ।
  12. আমরা-নারী,-আমরা-সব-পারি।
  13. বৈদিক-যুগ-এবং-উপনিষদের-যুগে-সত্যদ্রষ্টা-নারীরা-ও-মহাভারত-রামায়ণের-যুগে-মহীয়সী-নারীসকল-ভবিষ্যৎ-প্রজন্মের-নারী-জাতির-সর্বোত্তম-আদর্শ ।
  14. নারীরা-হল-জগজ্জননীর-প্রতিভূ-নারী-আজ-স্বয়ংসিদ্ধা।-তাঁরা-কারও-উপরে-নির্ভরশীল-নয়-;বরং-তাঁদের-উপরই-দাঁড়িয়ে-আছে-সমগ্র-পরিবার।-আবার-কখনও-তাঁদের-উপরেই-নির্ভর-করছে-কোনও-দেশের-ভাগ্য।
  15. প্রত্যেকটি-মানুষের-সাফল্যের-পেছনেই-রয়েছে-একজন-নারীর,-আত্মত্যাগের-কাহিনী-যারা-সবসময়-থেকে-যান-পর্দার-পেছনেই।
  16. নারী-না-থাকলে-পৃথিবীটা-হতো-না-এত-সুন্দর-নারী-না-থাকলে-আমাদের-জন্মই-যে-হতনা।-তোমরা-না-থাকলে-সমগ্র-সৃষ্টি-হয়ে-উঠতো-অসম্ভব।
  17. যুগ-যুগ-ধরে-অত্যাচার-সহ্য-করে-নারীরা-এবারে-ঘুরে-দাঁড়িয়েছে।-নারী-শক্তির-জয়জয়কার-এখন-সর্বোত্র।
  18. হে-নারী-,তোমার-ডানায়-আগুন,-দীর্ঘ-হোক-তোমার-উড়ান।
  19. এই-বিশ্বজগৎ-সুষ্ঠুভাবে-একমাত্র-মেয়েরাই-চালাতে-পারে।
  20. বর্তমান-দুনিয়ায়-এমন-কোনও-কাজ-নেই-যা-মেয়েরা-পারে-না।
  21. সমুদ্রের-জল-যেমন-একটা-গ্লাসে-রাখা-যায়না-ঠিক-তেমনি-নারী-দিবস-একদিনে-পালন-করা-যায়-না।
  22. নারীরা-যখন-শক্তিরূপা-হয়ে-ওঠে-তখন-পৃথিবীতে-অনেক-বড়-পরিবর্তন-আসে।
  23. নারীবাদী-হওয়া-মানে-নারীদের-শক্তিশালী-করা-নয়,-কারণ-মেয়েরা-এমনিতেই-শক্তিশালী।
  24. “নারী-কখনো-হারে-না।-সমাজ-কি-বলবে-এটা-বলে-ভয়-দেখিয়ে-তাদের-হারানো-হয়।”-–এ-পি-জে-আব্দুল-কালাম
  25. “আমি-চাই-প্রতিটি-মেয়ে-জানুক-যে-তার-কণ্ঠ-পৃথিবীকে-বদলে-দিতে-পারে।”-–মালালা-ইউসুফজাই
  26. “মহিলারা-বিশ্বের-সবচেয়ে-বড়ো-অব্যবহৃত-প্রতিভার-আধার।”–হিলারি-ক্লিনটন
  27.  “যেখানে-একজন-মহিলা-আছে,-সেখানে-জাদু-আছে।”–নটোজাকে-শাঙ্গে
  28.  “আমি-একজন-নারী-হিসেবে-কৃতজ্ঞ।-অন্য-জীবনে-নিশ্চয়ই-আমি-দারুণ-কিছু-করেছি।”–মায়া-অ্যাঞ্জেলো
  29. “একটি-সুন্দর-মেয়ে-একটি-সুরের-মতো-যা-আপনাকে-রাত-দিন-তাড়া-করে।”–আরভিং-বার্লিন
  30. “মেয়েদের-অনুমান-পুরুষদের-নিশ্চয়তা-হতে-অনেক-বেশী-ঠিক।”– কিপলিং
  31. “সর্বোপরি,-আপনার-জীবনের-নায়িকা-হও,-শিকার-নয়।”–নোরা-এফ্রন
  32. “নারীর-কাছে-সন্তান-প্রসব-একটা-তৃপ্তিকর-শান্তি।”–উইলিয়াম-শেক্সপিয়র
  33. “প্রতিটা-মেয়ে-হয়তো-তার-স্বামীর-কাছে-রানী-হয়ে-থাকতে-পারে-না।-কিন্তু-প্রতিটা-মেয়েই-তার-বাবার-কাছে-রাজকন্যা-হয়ে-থাকে।”–হুমায়ূন-আহমেদ
  34. “আপনি-যদি-কিছু-বলতে-চান-তবে-একজন-লোককে-জিজ্ঞাসা-করুন।-আপনি-যদি-কিছু-করতে-চান-তবে-একজন-মহিলাকে-জিজ্ঞাসা-করুন।”-–মার্গারেট-থ্যাচার
  35. “নারীদের-বিশ্বের-উপযুক্ত-করার-কথা-ভাববেন-না।-বিশ্বকে-নারীদের-উপযুক্ত-করার-কথা-ভাবুন।”–গ্লোরিয়া-স্টেইনেম

এক্ষেত্রে আমাদের মা-বোনের দিকে আমাদের একটু নজর দিতে হবে এবং তাদের একটু হলেও এই বিষয়ে সতর্ক করতে হবে।যে মা বোনেরা পর্দার আড়ালে থাকেন এবং ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি এবং বিভিন্ন ধরনের স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের এই পোস্ট। আপনারা ছবিগুলো আমাদের এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং সেটা চাইলে নিজের ফেসবুক প্রোফাইল আপলোড করতে পারবেন একটি পোস্ট হিসেবে। ছবিগুলো আপনারা যে কোন কাজে ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করছে।

Leave a Comment