ঘা বা ক্ষত যেকোনো কারণেই আমাদের শরীরে হতে পারে। ঘা হলে আমাদের যা যা করতে হবে সেগুলোর মধ্যে সর্ব প্রথমেই রয়েছে যে সেই ঘা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টি জানা। আঘাত জনিত কারণে আমাদের শরীরে ঘা হতে পারে এছাড়াও দাউদ একটি মার মত বিষয়ের কারণেও আমাদের শরীরে ঘা হতে পারে। তাই বলা যায় যে নানা কারণেই ঘা হয়। তবে ঘা হলেই হবে না সেই ঘা থেকে আমাদের মুক্তি ও পেতে হবে। ঘা থেকে মুক্তি পেতে হলে আমরা যে বিষয়গুলি দেখব তার মধ্যে প্রথমে বিভিন্ন ধরনের ঔষধ বা মলম লাগানোর চেষ্টা করবো এবং প্রয়োজনে যদি ঔষধ খেতে হয় সেটিও করতে হবে।
তবে ঘা বিভিন্ন রকমের হতে পারে সেই বিভিন্ন অভাবজনিত কারণে তো ঘা রয়েছে এছাড়াও বিভিন্ন কারণে আমাদের শরীরে ঘা হয় তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রোগ অথবা দাউদ একজিমা এই জাতীয় ফাঙ্গাসা ছত্রাকের কারণে ঘা হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে এক্সিডেন্ট করার কারনেও আঘাত লাগে এবং সেখানে চামড়া ছিলে যায় এবং ঘা হতে পারে। কারণ আমরা বিভিন্ন ধরনের কাজকর্মে মেতে থাকি সব সময় এই কাজকর্মের মধ্যে অবশ্যই যে কোন কারণে আঘাত লাগতে পারে এবং তাতে আমাদের শরীরে ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয়।
ঘা শুকাতে কি করতে হবে?
ঘা শুকাতে বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। অর্থাৎ যে যে কাজগুলো করলে দ্রুত ক্ষত বা ঘা শুকাতে পারে সেই ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে। বিশেষ করে শরীরে টান ধরে এ জাতীয় খাবার এককালে খাওয়ার বেশ রীতি ছিল। যেমন ধরুন কাঁচা কলা সেদ্ধ বা কাঁচা কলা ভাজা পিয়াজ ভাজা ইত্যাদি খাবার বিশেষ করে শুকনো খাবার গুলো দেওয়া হতো ঘা শুকানোর জন্য। কিন্তু সেই সময় অর্থাৎ কিছুদিন পূর্ব পর্যন্ত চিকিৎসকেরা ঘা হলে পরে অর্থাৎ শরীরে যদি কোন ধরনের ক্ষত হতো তাহলে তারা মিষ্টি বা টক জাতীয় খাবার খেতে নিষেধ করত।
তবে মিষ্টি খাওয়াটা অবশ্যই বারণ কারণ মিষ্টি যদি বেশি খাওয়া যায় ক্ষত অবস্থায় তাহলে সেখানে বেশি পাকা ধরে তাই আমাদের উচিত যে ঘা হলে বা ক্ষত হলে কখনোই মিষ্টি জাতীয় খাবার খেতে হবে না। তবে বিভিন্ন ধরনের ফল বিশেষ করে টক জাতীয় ফলগুলো যদি খাওয়া যায় তাহলে অবশ্যই আপনার শরীরে খুব তাড়াতাড়ি ক্ষত শুকাতে পারে। ক্ষত শিখানোর জন্য অবশ্যই ডাকাত জাতীয় ফলগুলো খাবেন বেশি পরিমাণে তাহলে অবশ্যই ক্ষত শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এগুলা যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের ক্ষত খুব তাড়াতাড়ি আপনার শরীরের ক্ষত বা ঘা শুকিয়ে যাবে।
দ্রুত ঘা শুকানোর ঔষধ
দ্রুত ঘা শুকাতে হলে আমরা যদি এই সকল খাবারগুলো অর্থাৎ উপরে উল্লেখিত খাবার গুলো খেয়ে যদি খাস থাকে না পারি তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। পাঠা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা যে ঔষধ গুলো খেলে ঘা শুকাতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ তখন বিভিন্ন ধরনের ক্রিম মলম অথবা মুখে খাবার ঔষধ খেতে হতে পারে। তাহলে চলুন দেখি দ্রুত ঘা উঠানোর জন্য আমরা কোন ঔষধ ব্যবহার করতে পারি।
কাটা ঘা/ক্ষতস্থানে ‘ভায়োডিন’ দিয়ে দিনে দুইবার পরিস্কার করতে হবে| এছাড়া Civit দৈনিক দুই বেলা (1+0+1) খেতে হবে। এতে অতি দ্রুত ক্ষত স্থান শুকিয়ে যাবে আশা করা যায়। আবার আপনি চাইলে “পভিসেভ” মলম টিও ব্যাবহার করতেপারেন। কারণ এটি একটি এন্টিসেপ্টিক মলম আর এটি ব্যাবহার করলে ক্ষত শুকিয়ে যাবে আশা করা যায়। তাহলে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে দ্রুত ঘাড় শেখা শুকানোর জন্য ব্যবস্থা নেওয়া যায় সকল কিছু আপনাদের সামনে উপস্থিত করলাম। আর এই ধরনের যে কোন তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে থাকলে আমরা সব ধরনের তথ্য সবার আগে পেয়ে যেতে পারবো।