সার্থক জনম আমার সারমর্ম

আমরা আমাদের আর্টকেলের মাধ্যমে আজ আপনাদের জানাবো কিভাবে আপনি সার্থক জনম আমার সারমরটি খুব সহজে আপনার পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারেন। এই সার্থক জনক সারমর্ম পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ একটি সারমর্মতায় আপনারা মনোযোগ সহকারে এটি করবেন আমরা আমাদের আর্টিকেল এর মাধ্যমে আজ আপনাদের জানাবো কিভাবে আপনি সার্থক জনম আমার সারমর্মটি দেখতে পারেন পরীক্ষার খাতায়।

আমরা আমাদের এই আর্টিকেল মাধ্যমে পুরো সারমর্মটি তুলে ধরার চেষ্টা করব আশা করি এই সারমর্মটি আপনাদের ভালো লাগবে। আপনার যদি এই আমার মোটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি পড়ে আপনাকে আমাদের এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি সর্বমোটি আমাদের এখান থেকে সংগ্রহ করে যান তাহলে অবশ্যই আপনি আমাদের আর্টিকেল থেকে সারমর্ম লিখে নিতে পারবেন।

এই মুহূর্তে আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সার্থক জনম সারমর্ম মটি তুলে ধরছি নিচেরটা উল্লেখ করা হলো:

সার্থক জনম মোর জন্মেছি এই দেশে,

সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে,

জানিনে তোর ধন রতন আছে কিনা রাণীর মতন,

শুধু জানি, আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,

কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে,

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ও আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে ।

সারমর্ম : “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।” মা, মাটি এবং মাতৃভাষাকে ভালোবাসার মাঝেই মানুষের মহত্ত্ব প্রকাশ পায় । জন্মভূমির হাওয়া, আলো, ফুল-ফল; হাসি-গান ও স্নেহ ছায়ায় আমরা লালিত। জন্মভূমির প্রতি আমরা তাই এত শ্রদ্ধাশীল । বস্তুত জন্মভূমি প্রতিটি মানুষের নিকট প্রিয়, এখানে মৃত্যুবরণ করাও সকলের কামনা।

আমরা আমাদের আজকের আর্টিকেলে সার্থক জনম মাগো জন্মেছি তোমার এই দেশের সারমর্ম টি তুলে ধরলাম। এই সারমমটি আপনি লেখার সময় আপনার ভিতর দিয়ে আসবেন কি ঘটবে আপনি যদি একজন দেশ প্রেমিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আমাদের আর্টিকেল থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের আর্টিকেল থেকে আপনি সারমমূর্তি পাওয়ার পর আপনাকে চেষ্টা করতে হবে দেশের প্রতি, সব সময় ভালোবাসা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারেন।

Leave a Comment