গলায় কাটা নামানোর ঔষধ

যদি গলায় হঠাৎ করে মাছের কাটা ফুটে যায় অথবা অসাবধানতার কারণে এই কাটা আপনার গলার ভেতরে কোন একটা অংশে গিয়ে আটকে যায় তাহলে সেটার মাধ্যমে আপনি অনেকটাই অস্বস্তি বোধ করতে পারেন। স্বাভাবিকভাবে অনেকেই তরকারি ছাড়া মাখানো ভাত গিলে খেতে বলে এবং এর মাধ্যমে গলার কাঁটা নেমে যাই অথবা অনেক সময় বিড়ালকে কিছু খেতে দিলে এই গলার কাঁটা নেমে যাই বলে আমাদের ধারণা রয়েছে। তবে এসকল ধারণার বাইরে আপনাদেরকে অবশ্যই ওষুধ খেতে হবে এবং সেটা যদি এবার নেমে যায় তাহলে খুবই ভালো।

অনেক সময় ছোট মাছের কাঁটা হোক অথবা বড় মাছের কাটা হোক সেটা গলায় বেঁধে যাওয়ার কারণে আমরা খুবই সমস্যায় পড়ে যাই। প্রতিটা মুহূর্তে ঢোক গিলতে গেলে আমাদের সমস্যা সৃষ্টি হয় এবং আমরা এটাকে অনেক বড় সমস্যা হিসেবে দেখি। স্বাভাবিকভাবে আপনি যখন এটা অনুভব করবেন তখন আপনার কাছে আরও বড় সমস্যা মনে হবে এবং আপনি তখন বারবার সেই স্থানটিতেই কোন না কোন ভাবে কোন কিছু দিয়ে আঘাত দেওয়ার ফলে বুঝতে পারবেন আপনার গলায় বিশাল কিছু হয়ে গিয়েছে।

তবে যাই হোক এই পোষ্টের মাধ্যমে আপনারা যেহেতু গলায় কাটা বিঁধে ফেলেছেন সেহেতু এটা সমস্যার সমাধান পাওয়ার জন্য অনেকেই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে থাকেন। হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনলে আপনাদেরকে তরল ওষুধ প্রদান করবে এবং এটা খাবার ফলে আপনার সেই গলার কাঁটা আস্তে আস্তে গলে যাবে। অর্থাৎ কাটার যে আবরণ সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং সেটা পেটের ভেতরে চলে যাবে অথবা থুতুর মাধ্যমে বাইরে চলে আসবে।

আপনারা যখন এই পোষ্টের মাধ্যমে গলায় কাটা নামানোর ঔষধ সম্পর্কে জানতে চান তখন অবশ্যই বলব যে সাইলেসিয়া ২০০ দিনে দুই ডোজ করে খেলে গলার কাঁটা নেমে যায়। তবে তাৎক্ষণিক মুহূর্তে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে না পারেন অথবা গলার কাঁটা কামানোর ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি অনুসরণ না করতে পারেন তাহলে ঘরোয়া পদ্ধতিতে গলার কাঁটা দূর করার বেশ কয়েকটি উপায় রয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমরা এই নিয়মগুলো এখানে জানিয়ে দিলাম এবং আপনারা এগুলো পড়ার মাধ্যমেই ঘরোয়া পদ্ধতিতে গলার কাঁটা নামিয়ে ফেলে আরাম পেতে পারেন।

গলায় মাছের কাঁটা নামানোর উপায়

গলায় মাছের কাঁটা নামানোর উপায় হিসেবে যদি কোন তথ্য জানতে চান তাহলে সাদা ভাত চটকে দলা করে নিতে হবে। তারপরে সেই ভাত বলের মতো করে নিয়ে মুখের মধ্যে দিতে হবে এবং না চিবিয়ে সরাসরি গিলে নিতে হবে। এরপরে অল্প একটু পানি পান করে নিলে এবং এভাবে আপনাদের দেখতে হবে আর গলার কাটার আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে একবারে এই গলার কাঁটা নেমে যায় এবং যদি না হয় তাহলে আপনারা এটা দুই তিনবার ট্রাই করতে পারেন। এছাড়াও পাকা কলা বেশি পরিমাণ নিয়ে আপনারা যদি অল্প করে চিবিয়ে গিলে ফেলতে পারেন তাহলে খুব সহজেই পিচ্ছিল ভাব তৈরি করে এবং গলার কাঁটা নেমে যাই।

মাছের কাঁটা যেখানে আটকে আছে সেখানে গিয়ে সেই কাটা গলিয়ে দেওয়ার জন্য লবণ এবং লেবুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। টুকরো লেবু নিবেন এবং সেখানে হালকা লবণ দিয়ে লেবুটা চুষে খেয়ে ফেললেই তার অম্লতা খুব সহজেই কাঁটাটাকে গুলিয়ে ফেলতে পারবে। আর এই নিয়ম অনুসরণ করে খুব দ্রুত কাটানো অনুযায়ী। তাছাড়া যদি ঘরে অলিভ অয়েল থাকে তাহলে সেটা খেয়ে নেওয়ার মাধ্যমেও কাটা দ্রুত অপসারণ করা যায়।

গলায় মাছের কাটা নামানোর দোয়া আরবি

মাছের কাঁটা নামানোর যদি আরবি দুয়া জানতে চান তাহলে সেটা এখান থেকে জেনে নিন। সূরা ওয়াকিয়া এর ৮৩ নাম্বার আয়াত যদি আপনারা পড়তে পারেন তাহলে কলার কাটা নেমে যাবে ইনশাআল্লাহ। আর দোয়াটি হলো ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম। যারা মহান আল্লাহ পাকের প্রতি ভরসা করেন এবং দোয়ার প্রতি যাদের রাস্তা রয়েছে তারা এটা বিশ্বাসের সঙ্গে আমল করতে থাকুন এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।

Leave a Comment