দুনিয়ার সবচাইতে ভালো মানুষকে

সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইবোনদের জানাই আদাব এবং নমস্কার।আমাদের এই আজকালকার আধুনিক বিশ্বে সবাই শুধু নিজের কথাই চিন্তা করে। এখনকার দুনিয়া বড্ড বেশি স্বার্থপর। কারণ এখন আমরা দেখতে পাই যে গ্রামাঞ্চল গুলো ভেঙে, মানুষ শহর মুখি হচ্ছে। গ্রামের মানুষ একে অপরের সঙ্গে যেমন হিংসার সম্পর্ক রাখে তেমনি কিন্তু একে অপরের বিপদে তারা এগিয়ে আসে। শহরে সবাই নিজেদের মতো করে বসবাস করে এখানে কেউ কারো সাথে তেমন কোনো সম্পর্ক রাখে না। যাইহোক আজকে আমরা কথা বলব দুনিয়ার সবচাইতে ভালো মানুষের গুণাবলী সম্পর্কে।
ভালো মানুষ সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা থাকে।

কথাই বলে চকচক করলেই সোনা হয় না। তাই বাইরে থেকে যদি কোন মানুষকে আমাদের ভালো মনে হয় তাহলে সেই মানুষ কি সত্যিই ভালো? একজন ভালো মানুষের গুণাবলী কি কি হতে পারে সেগুলো সম্পর্কে আপনাদের সঠিক ধারণা কি আদৌ রয়েছে?চলুন আমাদের প্রিয় পাঠক বন্ধুগণ আজকে আপনি জেনে নিন যে একজন ভালো মানুষের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার।

একজন ভালো মানুষের গুণাবলী

১/ অবশ্যই সে একজন বিনয়ী মানুষ হবে।

২/ অন্যের নিন্দা এবং অন্যের সমালোচনা থেকে বিরত থাকবে।

৩/ লোকে যে যাই বলুক কারো কথায় কান না দিয়ে যে সামনের দিকে এগিয়ে চলতে পারবে সেই তো ভালো মানুষ।

৪/ একজন ভালো মানুষের সবচাইতে বড় গুণাবলী হলো দয়ালু। সে মানুষের মধ্যে যদি দয়া মায়া না থাকে তাহলে সেই মানুষ কখনোই ভালো মানুষ হতে পারবে না।

৫/ অন্যের দুঃখ কষ্ট দেখে যার দুঃখ অনুভব হয় সেই ভালো মানুষ।

৬/ স্বার্থপর মানুষ কখনোই ভালো মানুষ হতে পারে না। নিজে সুখে থাকার পাশাপাশি যেই মানুষটা নিজের আশেপাশের মানুষকে নিয়ে সুখে থাকতে চায় সেই হলো প্রকৃত ভালো মানুষ।

৭/ ভালো মানুষ চেনার আরেকটি উপায় হল, পশুপ্রেমী মানুষ। যেই মানুষটার জীবন্ত নিরীহ পশু পাখিদের ওপর প্রেম-ভালোবাসা বেশি থাকে সে মানুষটা নিঃসন্দেহে একটি ভালো মানুষ।

৮/ নিজের কথা আগে না ভেবে যেই মানুষগুলো নিজের আপন জনদের কথা আগে ভাবে সে একজন ভালো মানুষের প্রকৃত উদাহরণ।

৯/ নিজের ক্ষতি করে যে মানুষটা অন্যের ভালো চেয়ে থাকে সে মানুষের মতো ভালো মনের মানুষ আর একটাও হয় না।

১০/নিজের পরিবারের দায়িত্ব নিতে গিয়ে যে মানুষগুলো নিজের ভবিষ্যৎকে বিসর্জন দেয় সেই মানুষগুলো সত্যিই ভালো মানসিকতার অধিকারী।

১১/ ধার্মিক মানুষ মানেই ভালো মানুষ নয়। যারা ধর্মের আড়ালে বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত তারা কখনোই ভালো মানুষ নয়। তাই ধার্মিক মানুষ দেখলেই তাকে ভালো মানুষ মনে করার বোকামি করবেন না। ধার্মিক হতে হবে না সৎ ব্যক্তি হলেই সে ভালো মানুষ হবে।

১২/ লোভী মানুষ কখনোই ভালো মানুষ হতে পারে না।

১৩/অলস ব্যক্তিকে কখনোই ভালো মানুষ বলা যাবে না।

১৪/শত বিপদকে উপেক্ষা করেও যারা নিজের ভবিষ্যৎ গড়ে তোলে তারাও ভালো মানুষ।

 

এভাবে আমরা আমাদের চারপাশের মানুষদের মধ্যে থেকে খুব সহজে বিচার করতে পারি যে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কে? দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা সেটা জানেন? দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তারাই যারা স্বার্থপর নয়, লোভী নয়, যারা বিনয়ী, যারা দয়ালু, যারা সৎ এবং নিষ্ঠাবান, তারায় প্রকৃত ভাল মানুষের উদাহরণ।অনেকে রয়েছে ছদ্মবেশী ভালো মানুষ।যারা মানুষের মুখে ভালো ভালো মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে তারাই কালোবাজারি এবং বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত থাকে। যারা অসৎভাবে ব্যবসা করে তারা কখনোই ভালো মানুষ নয়। অতিরিক্ত ধন-সম্পদের লোভী কখনোই ভালো মানুষ হতে পারে না।

তাই ওপর থেকে তোদের ভালো মানুষ বলে মনে হয়। বা যেই মানুষগুলো সুন্দর করে কথা বলতে পারে এবং মানুষের মন গলাতে পারে তারা যে আদৌ ভালো মানুষ সেটা কিন্তু নয়। তাই ভালো মানুষ কে চেনার ক্ষমতা আমাদের থাকতে হবে এবং নিজেও একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

Leave a Comment