8000 টাকার মধ্যে ভিভো ফোন

আপনি যদি আট হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন কিনতে চান তাহলে একটি ভিভো ফোন কেনা সম্ভব। আজকে আমরা আলোচনা করব আট হাজার টাকার মধ্যে কোন কোয়ালিটির ভিভো ফোন বাজারে কিনতে পাওয়া যায়।বাংলাদেশে VIVO কোম্পানি খুব অল্পতেই খুব ভালো মানের ব্যবসা করতে পেরেছে। এর পেছনে মনে রয়েছে তাদের ভালো পণ্য স্বল্প মূল্যে দেওয়া।

আজকে আমরা VIVO কোম্পানির এমন কিছু ফোনে তথ্য আপনাদের দেব যে তথ্যগুলো শোনার পরে আপনিও অবাক হবেন। সাধারণত অনেকের মাথায় একটা জিনিস থাকে যে ভালো ফোন কিনতে গেলে অবশ্যই বাজেট বেশি দিতে হবে। তবে হয়তো আপনি এ বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেন না যে আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে অল্প টাকা দিয়েও ভালো ফোন কিনতে পাওয়া যায়।

আজকে আমাদের এই আর্টিকেল থেকে আপনারা যারা তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা সত্যিকারের এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যে তথ্যগুলো জানার পর আপনিও অবাক হবেন। VIVO কোম্পানির মোবাইল ফোন নিয়ে খারাপ কথা খুব কমই শোনা যায় বলোতো VIVO সব সময় ভালো সেবা প্রদান করে। আজকে আমরা VIVO কোম্পানির এমন কিছু মোবাইল হ্যান্ডসেট এর কনফিগার আপনাদের সামনে তুলে ধরবো যে কনফিগারগুলো আপনাদের পছন্দের হতে পারে।

এই ফোনটি দেখতে যতটা চমৎকার । সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে দেখতে এই ফোনটি খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এবং বর্তমানে মোট দুইটি কালারে এই ফোন আপনি পাবেন। এখানে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চির এইচডি ডিসপ্লে। শক্তিশালী মিডিয়াটেক হেলিও p35 প্রসেসর। এছাড়াও এখানে 5000 মিলি অ্যাম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে আপনি প্রাইমারি ক্যামেরাতে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরাতে ২ মেগাপিক্সেল সুবিধা পাবেন। বর্তমানে এই ফোনটির বাজার মূল্য হচ্ছে ৯৯৯৯ টাকা।

vivo কোম্পানির ফোন গুলো দেখতে সবথেকে সুন্দর। মূলত যারা ফোনের পাগল রয়েছেন তারা VIVO কোম্পানির একটি হলেও ফোন সংরক্ষণে রাখেন তার কারণ হলো এগুলো বাইরে থেকে এত সুন্দর ভাবে বিল্ড আপ করা হয় যেটা দামী দামী ফোন কেউ হার মানাবে। এই ফোনটিতে তারা ব্যবহার করেছে এলসিডি ডিসপ্লে। ক্যামেরাতে তারা ব্যবহার করেছে ১৩ মেগাপিক্সেল এর সঙ্গে ২ মেগাপিক্সেল এর দুয়াল রেয়ার ক্যামেরা সেট। এছাড়াও সেলফি ক্যামেরা তে তারা ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ৩/৩২ জিবি স্টোরেজ এর এই সম্পূর্ণ ফোনটি আপনি কিনতে পারবেন শুধুমাত্র 9499 টাকা দিয়ে।

VIVO মোবাইল অনেক জনপ্রিয় একটি ফোন যেটা ২০২২ সালে লঞ্চ হয়েছে। এখানে ইন্টার্নাল মেমোরি হিসেবে ৩/৩২ জিবি স্টোরেজ কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। এখানে তারা ব্যবহার করেছে 6.51 ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরা তে ১৩ মেগাপিক্সেল এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডুয়ালরেয়ার ক্যামেরার সেটাপ এছাড়াও সেলফি ক্যামেরা তে থাকছে আট। যদি বলি এই ফোনটি দেখতে কেমন তাহলে এক কথায় উত্তর হবে অসাধারণ। আপনি চাইলে ৯৪৯৯ টাকা দিয়ে VIVO কোম্পানির এই সুন্দর ফোনটি ক্রয় করতে পারবেন

এমন অনেক মোবাইল ইউজার আছেন যারা সস্তা স্মার্টফোন চালাতে পছন্দ করেন। এইসব গ্রাহকরা লো বাজেটের এমন মোবাইল ফোন কিনতে চান যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত চালানো যাবে। বর্তমানে এমন অনেক টেক ব্র্যান্ড আছে যারা লো বাজেট স্মার্টফোন লঞ্চ করে এবং সেই ফোনগুলির দাম 10 হাজার টাকার কম।

যারা লো বাজেট মোবাইল ফোন খুঁজছেন, তাদের জন্য এই পোস্টে 8,000 টাকার কমে ভারতীয় মার্কেটে উপলব্ধ 10টি স্মার্টফোনের তালিকা পেশ করতে চলেছি। দাম কম হলেও এই স্মার্টফোনগুলোর দারুণ ডিজাইন, শক্তিশালী ফিচার এবং স্পেসিফিকেশন আপনাকে মুগ্ধ করবে। এই তালিকায় Realme, Redmi, Samsung, Tecno, Lava এবং Infinix এর স্মার্টফোনগুলি আছে, যেগুলোর দাম 8000 এর মধ্যে।

সস্তায় Vivo-র ঝুলিতে রয়েছে Y01। এই ফোনে 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Helio P35 প্রসেসর, 2 GB RAM, 32 GB স্টোরেজ ও 5,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রয়েছে 8 MP ক্যামেরা ও সামনে রয়েছে 5 MP ক্যামেরা। ৮ হাজার টাকার মধ্যেও একটি ভিভো ফোন কেনা সম্ভব।

Leave a Comment