শীতের সকাল স্ট্যাটাস কবিতা

শীতের সকলকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বিভিন্ন ধরনের কবিতা লেখা যায়। আজকে আমরা শীতের সকাল নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস এবং কবিতা লিখব আপনার যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে হাজির হয়েছে আর আমরা সবসময় চেষ্টা করি সকলের জন্য সহজ কিছু নিয়ে কাজ করতেন। শীতের দিন যাদের অনেক বেশি ভালো লাগে তারা আমাদের দেওয়া এই কবিতা থেকে নিজের মনে ভাব প্রকাশ করতে পারেন।

শীতের সকাল কে নিয়ে আয়। লেখা কবিতা গুলো সত্যিই অনেক সুন্দর হয় এবং আমরা চেষ্টা করেছি সেই কবিতাগুলোই সংগ্রহ করতে যেগুলো সকলের মনে প্রশান্তির ছোঁয়া ঢেলে দেবে। তাই আপনারা আমাদের এখানে থাকুন এবং আমাদের এখান থেকে শীতের সকালকে নিয়ে প্রায় শীতকালকে নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস শীত কালকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখাগুলো সংগ্রহ করুন অবশ্যই আপনার সময় অনেক ভাল কাটবে। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের এই বিষয়ে ধারণা দিতে।

শীতের সকাল নিয়ে কবিতা

শীতের সকাল নিয়ে খুব সুন্দর একটি লেখকের একটি কবিতা আমাদের কাছে আছে আপনারা আমাদের এখান থেকে চাইলেই এই কবিতাটি সংগ্রহ করতে পারেন। আমরা যেহেতু লেখকের নাম প্রথমে উল্লেখ করছি সেহেতু আপনারা পরিষ্কার ভাবে সেই লেখকের নাম থেকে কবিতাটা পড়তে পারবেন এখানে কোন ধরনের কপি বা কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। একজন লেখক খুব সুন্দর ভাবে নিজের আবেগ দিয়ে একটি কবিতা লিখেছেন তাই অবশ্যই তার নাম লেখাটা অত্যন্ত জরুরী বলে আমরা মনে করি তার কারণ হচ্ছে এখানে তার নাম লেখাটা তার একটি যোগ্যতা।

শীতের সকাল
উত্তম চক্রবর্তী

কুয়াশায় ঘেরা শীতের সকাল আকাশের সূর্য ঢাকা,
চাদরে মোড়ানো লোকেরা সবাই শীতের আমেজে ঝাঁকা।
ভোরের সকালে পাখিরা উরিছে কিচিরমিচির ডেকে,
নীরেরও মায়া ছেড়েছে তাহারা কোন অজানার দিকে।
খেজুর গাছের রসের হাঁড়িটা এখনো ঝুলছে গাছে,
না হবে কখন দাঁড়িয়ে সবাই সদ্য রসের পাশে।
খেজুর রসের গরম পিঠেতে শীতের পরশ পাই,
চুলার পাশে তে আগুন পোহালে পালিয়ে শীত যে যায়।
অনেকে এখনো ঘুমিয়ে রয়েছে লেপের মোরান তলে,
শীতের সকালে আরামের ঘোরে ঘুমের নেশার জলে।
মায়েরা ব্যস্ত নাড়ু ও মুড়িতে বানাতে খাবার শীতে,
গরম চায়ের কাপেতে চুমুক ব্যস্ত সবাই গিতে।
কিষান যে গরু নিয়ে যায় মাঠে শীত উপেক্ষা করে,
অন্য যোগাবে গরিব মানুষ শীতে কি বাজে ডরে।

উপরে উল্লেখ করা কবিতা শীত নিয়ে লেখা একটি কবিতা। আপনারা এই কবিতা ব্যবহার করতে পারেন এই কবিতার লাইনগুলো ব্যবহার করতে পারেন নিজের যে কোন প্রয়োজনের জন্য।

শীত নিয়ে স্ট্যাটাস

ফেসবুক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম এবং এই ফেসবুক আমরা যত বেশি ভালোভাবে ব্যবহার করব ততই আমাদের ভালো লাগবে। আজকে আমরা আপনাদের জন্য ফেসবুক ব্যবহার উপযোগী একটি স্ট্যাটাস নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা আমাদের এখান থেকে ফেসবুক উপযোগী এই স্ট্যাটাস ব্যবহার করতে পারবেন এবং শীতকে আগমনীবার্তা হিসেবে গ্রহণ করতে পারবেন।

নতুন বছরে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ, সব পাখির মন খারাপ শীত কেন হলো শেষ। নতুন রূপের নতুন সাজে দেখে নিভেবে মনের আগুন, আর তাই আজ প্রকৃতির মাঝে বসন্তের ফাগুন।

শীতের সকাল – উত্তম চক্রবর্তী

কুয়াশায় ঘেরা শীতের সকাল আকাশে সূর্য ঢাকা,

চাদরে মোড়ানো লোকেরা সবাই শীতের আমেজে জাঁকা।

ভোরের সকালে পাখিরা উড়িছে কিচিরমিচির ডেকে,

নীড়েরও মায়া ছেড়েছে তাহারা কোন অজানার দিকে।

খেঁজুর গাছের রসের হাঁড়িটি এখনো ঝুলছে গাছে,

নামাবে কখন দাঁড়িয়ে সবাই সদ্য রসের পাছে।

খেঁজুর রসের গরম পিঠেতে শীতের পরশ পাই,

চুলার পাশেতে আগুন পোহালে পালিয়ে শীত যে যাই।

অনেকে এখনো ঘুমিয়ে রয়েছে লেপের মোড়ান তলে,

শীতের সকালে আরামের ঘোরে ঘুমের নেশার ছলে।

মায়েরা ব্যস্ত নাড়ু ও মুড়িতে বানাতে খাবার শীতে,

গরম চায়ের কাপেতে চুমুকে ব্যস্ত সবাই গীতে।

কিষাণ যে গরু নিয়ে মাঠে যায় শীত উপেক্ষা করে,

অন্ন যোগাড়ে গরিব মানুষ শীতের কিবা যে ডরে।

শীতকাল সত্যিই আনন্দময় একটি সময় যখন শীতকাল আসে তখন সকলের মনে আনন্দ লাগে যখন শীতকাল চলে যায় তখন সকলের মনে আনন্দ চলে যেতে শুরু করে। শীতকাল কে নিয়ে লেখা অনেক পোস্ট আপনারা আমাদের এই ওয়েবসাইটে পাবেন তাই অবশ্যই শীতকাল আছে আমাদের এই ওয়েবসাইট অবশ্যই একবার হলেও ঘুরে দেখবেন।

 

 

Leave a Comment